তোমার জন্মদিনে
কবিতা লক্ষ্মীর কাছে করি অঙ্গীকার
শোন প্রেতদেহধারী রবীন্দ্রঠাকুর
আমার কবিতা হবে বল্লমের ফলা
গনগনে লাল ক্রোধ
শব্দমন্ত্রে উন্মলিত হবে যেন
সময়ের ভয়ঙ্কর ফুল।
আমার কবিতা হবে
দুর্ভিক্ষ মন্থিত বাণী
ভুখা নাঙ্গা মানুষের জ্বলন্ত হুঙ্কার।
তোমার মসৃণ কাব্য ললিত রাগিনী
এই ঝোড়ো যুগে
যখন মানুষে মানুষ খায়
রেশমের ফাঁস মনে করি।
গোটা বঙ্গভূমি জুড়ে আজ সুন্দরের কীট
ভদ্র মহোদয়দের ত্বকে কিলবিল করে।
কুণ্ঠাহীন কণ্ঠে বলি
তাতানো ইস্পাত হবে আমার চেতনা
পাথরে আঘাত করে টেনে নেবে ভাষা
জন্ম দেবে বেপরোয়া শব্দমালা
অহঙ্কারী ধ্বনি,
তারা রোমশ আঁধার কেটে
ছুটে যাবে কান্তিমান দিনের আলোকে
‘গাইব মা বীররসে ভাসি মহাগীত’