পোড়া বাঁশি তুই কেঁদে কেঁদে বল

পোড়া বাঁশি তুই কেঁদে কেঁদে বল
প্রাণে যে রোদন বাজে
সুরে সুরে বল।
জানুক সকলে শুনুক সবাই
কেন তোরে আমি
সাধ করে বাজাই।
তোর বুকের রোদনধ্বনি শিহরি শিহরি
বিষাদ তরঙ্গরঙে ফোটায় লহরি
অকারণে আঁখি করে ছলছল।
কোন্ বেদনার পরশে তোর হৃদয় ওঠে দুলে
তোর সুরের মধু বিরাজ করে
কোন্ পরাণের ফুলে
ফুলের সমান রাঙা
সেই প্রাণের কথা বল।
ও তার কালো কেশের রাশি
চাঁদ বদনের হাসি
আলতা পরা তার চরণকমল।
বাঁশি বলে দে রে বলে দে রে
ও তার কালো আঁখি নাচবে নারে
সকালবেলা সিনান করে
মুকুরে সে মুখ না হেরে
সে হয়েছে অভিমানে স্তব্ধ দিঘির জল।

নীলক্ষেত
১৩.১১.৭৭