পথকেই আজীবন বন্ধু বলে জানি
দ্রুত পারে অবিরাম শশকের বেগে
পথ চলি সঙ্গীহীন জলের আবেগে
সিগন্যালের মত জ্বলে বুকে হাতছানি।
চিকন রেখার পথ জীবনের অস্পষ্টতা ঘেঁষে
ম্যাপের দাগের মত দিক হতে দিকে
ছুটে গেছে কোন্ লোকে ঠিকে কি ৰেঠিকে
কি জানি জটি পথ খোলা চোখে হাসে।