প্রাণের আকাশে জ্বলো পূর্ণিমার চাঁদ
কি করে ঘুমোই প্রিয়তমা
নৃশংস সময় পেতেছে নিপুণ ফাঁদ
দৃষ্টিতে ঘনায় রাত্রির অমা
প্রিয়তমা আহা প্রিয়তমা।
তোমার চোখের কাজল রেখায়
দূর বনানীর ঈষৎ ছায়া
নিখুঁত ধরেছি প্রাণের পর্দায়
স্বপ্নে কেঁদেছে ঘরের মায়া
প্রিয়তমা আহা প্রিয়তমা।
কি করে দাঁড়াব শিরদাঁড়া মেলে
বাইরে আধি ভেতরে ঝড়
সবদিক রেখে কোন্ যাদু বলে
সাজার সাধের বাসরঘর
প্রিয়তমা আহা প্রিয়তমা।
হুহু করে হাওয়া ধুধু বালুচর
চাইলে কোথাও মেলে না জল
এইখানে মানুষ পশুর দোসর
তরাসে পালায় মৃগের দল
প্রিয়তমা আহা প্রিয়তমা।
এই মাঠে জোছনা প্রেতলোক বিলাসী
দুঃস্বপ্নেরে খুলে দেয় খিল
দিবালোকে জাগে হায়েনার হাসি
ন্যাকড়া মলিন দরাজ দিল
প্রিয়তমা আহা প্ৰিয়তমা।
জানি না কি করে নিখিল কঠিনেও
হাসিটি জাগাও মন্দমধুরে
বেঈমান কাল চরম দুর্দিনেও
স্বপ্নে ভাসাও পরাণ বঁধুরে।
প্রিয়তমা আহা প্রিয়তমা।