প্রতিদিনের ধরা-ছোঁয়ায়

প্রতিদিনের ধরা-ছোঁয়ায়
ফুল থাকে না ফুলের মত
মলিন হয়ে যায়।
যেজন শুঁকে অহঙ্কারে
ফুলের পরিমল
ফুল চেনে না ফুল চেনে না
সেজন করে
ফুলকে চেনার ছল।
আপন মনের
কালিমা সে
মাথায় ফুলের গায়।
অনুরাগের পরশ পাথর
যেজন প্ৰেমিক
ছোঁয়ায় তরুমূলে
রাঙা কুড়ির নিদ্রা ভাঙে
সদ্য ফোটা ফুলে
ফুলের আঘাত লাগে তারি
প্রাণের আঙিনায়
ফুলের এমন পোড়া কপাল
বধুরে কাঁদায়।

নীলক্ষেত
১৬.১১.৭৭