রাঙা শাড়ির আঁচল তোমার
যখন ওঠে দুলে
মন গগনের পবন রাঙায়
রক্ত শিমুল ফুলে।
তনু দেহে কনকবরণ
কনকচাঁপার আলো
ঢেউয়ের মত গড়িয়ে নামা
কেশের বরণ কালো
হাজার রাতের স্বপন ভাসে
সোনার চরণমূলে।
সোহাগ ভরে অনুরাগে
জড়িয়ে ধীরে ধীরে
বেনারসি পেঁচ দিয়েছে
শরীর বল্লরীরে
চমকে চোখে মরণ ঘনায়
বাঁচি মনের ভুলে।
নীলক্ষেত
৫.১২.৭৭