সাঁঝে ফোটে জবার কলি

সাঁঝে ফোটে জবার কলি
প্রভাতে রঙিন
আজ নাই নাই নাই রে
সে আনন্দের দিন।
আজ নাই রে সে জল ঝরণার
কুলু কুলু ধ্বনি
বাজে না তার কাঁকের কলস
চুড়ির রিনিঝিনি
কথায় কথায় বাজেনা রে
ভালবাসার বীণ
চোখের তারায় নাচেনা রে
আনন্দ নবীন।
চোখের জলে অট্টহাসির
দিন গিয়েছে ভেসে
এখন বটে পাগল পারা
ফুল গুঁজে না কেশে
দিন গেল রে দিন গুণেরে
তনুর রেখা ক্ষীণ
এমনি করে শোধ করে সে
ভালবাসার ঋণ।

নীলক্ষেত
২৪.০১.৭৯