শিউলি ফুলের নামে আমার নাম
গায়ের মেয়ে লাজুক বড়
বাবার বাড়ি পলাশতলির গ্রাম।
ভিন গেরামে গিয়ে নতুন
যেই দেখিলাম দীঘল তরুণ
বালক বটের তলে
ছিপছিপানো গড়নখানি
মুখের ভাবে প্রাণের ছায়া
দুই চোখে তার কালো মানিক জ্বলে
বকুল গাছের ছায়ার মত
দখিন হাওয়ার হাতছানিতে কাছে ডাকিলাম।
বোধ করিলাম প্রাণের তলে
নবীন জাগরণ
অঙ্গে অঙ্গে খেলে আমার
সুখের সমীরণ
হঠাৎ করে মনে এল
কেমনে আবার দেখা হল
আবছা আবছা মনে পড়ে
কোথায় যেন দেখছি ওরে
ঠিক দেখেছি তবে এমন ভিড়ের মাঝে নয়
প্রাণের তনে সুপ্ত ছিল গহন পরিচয়
বলতে বাধে বনহরিণী কাঁদে পড়িলাম
পঞ্চ পরাণ উজার করে প্রেমে পড়িলাম।
নীলক্ষেত্র
২৫.১২.৭৭