স্মৃতির রেখায় ঝিলিক হানে
কথায় কথায় কি অপরূপ
নয়ন বাঁকানো।
মনে পড়ে মনে পড়ে
অপরূপার কণ্ঠস্বরে
ছিল চিকন চাঁদ চোঁয়ানো
জোছনা মাখানো।
ছাপ রেখেছে প্রাণে আমার
হৃদয় ভরা অতল দুটি
গহন চোখের
গভীর তাকানো।
নীলক্ষেত
১৮.০১.৭৯
স্মৃতির রেখায় ঝিলিক হানে
কথায় কথায় কি অপরূপ
নয়ন বাঁকানো।
মনে পড়ে মনে পড়ে
অপরূপার কণ্ঠস্বরে
ছিল চিকন চাঁদ চোঁয়ানো
জোছনা মাখানো।
ছাপ রেখেছে প্রাণে আমার
হৃদয় ভরা অতল দুটি
গহন চোখের
গভীর তাকানো।
নীলক্ষেত
১৮.০১.৭৯