এই দেশেরই মাটির সুরে
গেয়ে গেলাম গান
এই মাটিতে নিদ্ৰামগন
সাত পুরুষের প্রাণ।
চন্দ্র সূর্য গ্রহ তারা
ঋতুর চলা নদীর ধারা
তরুর ছায়া ফুলের লীলা
ঢেউ খেলানো সাগরনীলা
থরে থরে বিরাজ করে
অন্তবিহীন দান।
এই দেশেরই মাটির বুকে
তরুর শিশু শিউরে সুখে
হরিবরণ বসন পরে
রোপা আমন নাচন করে
অবাক চোখে তাকিয়ে থাকে
পূর্ণমাসীর চান।
এই মাটিতে বীজ বুনেছি
ফসল কাটার দিন শুনেছি
হিম জড়ানো অঘ্রাণ মাসে
মাঠের সোনা রাশে রাশে
পাট করেছি আঙিনাতে
সোনার বরণ ধান।
ঘাটের মাঝি মাঠের চাষি
রাখাল ঘাটে বাজায় বাঁশি
আবহমান কালের পটে
দীঘল বাকা নদীর তটে
শ্রমে যারা পরায় মাঠে
ফুলের শাড়ির থান
সেই জীবনের ছন্দে বাঁধা
বাউল কবির কান।
একতারাটির ঝঙ্কারেতে
স্বপ্ন নামে নয়নপাতে
বিস্ময়ে যায় তরঙ্গিয়া
বাউল কবির ব্যাকুল হিয়া
সুরে সূরে যায় রে ভেসে
গেরোস্থালির ঘ্রাণ।
নীলক্ষেত
২৭.১২.৭৮