সুন্দরের সান্নিধ্যে

এমন সুখদ অনুভূতি আজ রাতে নেমে এল
শরীরে আমার- আমি যেন আমি নই
এক ঝাঁক চটুল শফরী
তরল আনন্দভরে অভ্যন্তরে লাফাচ্ছি কেবলি।
মায়াময় এ শহর দুধের সরের মত ভাসমান
রাস্তাগুলো যেন নদী, মানুষ জলের ধারা
ছায়া ছায়া অন্ধকারে বইছে সুদূরে।

যতদূর চোখে দেখি লেগে থাকে চোখ
এই রাতে আশ্চর্য শহর বুঝি ছাড়ছে নির্মোক।
অপরূপ লাগে আজ যাহা কিছু শুনি।
সত্তার চাতাল জুড়ে লক্ষ লক্ষ কিন্নরের ধ্বনি বাজে
প্রতি রোমকূপে মোর রোমাঞ্চিত আনন্দ অঙ্কুর,
ঘাসের শিশুর মত অপলক জেগে থাকে
হিমানী জ্যোস্নায়।

এমন নিটোল রাত আসে নাকি কাহারো জীবনে
শোলের পোনার মত সোনা রঙ কামনার ঝাঁক
অন্তরের শান্ত হ্রদে কেমন নিশ্চিন্তে করে ফেলি
এই রাত যেন শাস্ত ছোট জলাশয়
বেবাক জীবনও বুঝি এরকম ঘনীভূত
সংশয় সংঘাতহীন, ভূত বর্তমান নেই
শুধুই হৃদয় আছে- হৃদয়ে আকাঙ্ক্ষা আছে
আর আছে আকাঙ্ক্ষার বেগ
মনে মনে চাইলেই সব পাওয়া যায়।
যদি ডাকি মৃদুস্বরে
নীরবে প্রেয়সী এসে
দাঁড়াবে শিয়রে
খাটের বাজুতে হাত
হাতে রূলী,
কানে দুল
আননে পুলক।

সর্ব অঙ্গে সঞ্চারিত প্রেমের লাবণী
অনুরাগে যদি তার হাতে হাত রাখি
প্রতি স্পর্শে কম্পান্বিত হবে বর তনু
এত সুখ বল আমি রাখব কোথায়।