তোমার বিরাট তোমার অসীমে

তোমার বিরাট তোমার অসীমে
আমায় তুমি লও গো ডাকি
নিখিল নীলিমে।
শূন্যতা মোর হরণ কর
শূন্যলোকে তুলে
ব্যথায় দিও মধুর পরশ
সান্ত্বনা তুলতুলে
দূঃখেরে মোর বুঝিয়ে দিয়ো
আপন মহিমে।
তারাভরা আকাশ দেখে
ঝর্নাধারার বেগে
অন্তরে যে মাবেগ আসে
যেন অন্তরে রস যোগ
শ্যাম সরসে গতরসে
চরন করে বয়ন করে
পুষ্প কোমল বরণ মেল
হৃদয় নয়ন পরে
ধূপের শিখায় জ্বালিয়ে দিয়ো
গহন গরিমে।

নীলক্ষেত
২০.০১.৭৯