তোমার এ প্রেম

তোমার এ প্রেম
সকল দিকে গেছে
যদি ডাকি ডানা মেলে
আকাশ আসে নেচে।
আমার আপন জীবন ভরা তুচ্ছ আবিলতা
আমার যত কলুষ গ্লানি
আমার বিফলতা
তোমার প্রেমের স্নিগ্ধধারা
সকল দেবে কেচে।
পারিজাতের গন্ধভরা
মনহারানো বায়ে
নীলাঞ্জনের রেখার নিচে
শ্যামল তরুর ছায়ে
তোমার নামে হাত বাড়ালে
বনদেবীরা দলে দলে
হৃদয় দেবে যেচে।

নীলক্ষেত
১২.০১.৭৮