তোমার ঘরে যাওয়ার পথটি
নাক বরাবর সোজা
এতদিনে এই কথাটি
হয়নি আমার বোঝা।
যদি আমি ঘুচিয়ে দিয়ে
সকল অহঙ্কার
তোমার ওপর ছেড়েই দিতাম
পোঁড়া প্রাণের ভার
বাহু পেতে নিতে তুমি
ধন্য হত খোঁজা।
তখন বোধ ছিল না একেবারে
বুদ্ধি ছিল মাটি
সাজা-গোজার মূল্য ছিল
প্রেমের চেয়ে খাঁটি
লাজে মরি এই কারণে
খোঁপাতে ফুল গোঁজা।
নীলক্ষেত
১৯.১১.৭৭