তোমার মত কেউ কখনো

তোমার মত কেউ কখনো
হাসতে শেখেনি
হঠাৎ মেঘের আড়াল টুটে
দিব্যি ফুলের মতন ফুটে
এমন হাসি প্রাচীন কবি
কাব্যে লেখেনি।
জোছ্‌না জ্বলা মুখের ওপর
উপচে ওঠে হাসির লহর
ঝিলমিলানো শৈলের পোনা
প্রাণ-পাতালের তরল সোনা
ঠোঁটের ওপর রাঙা পরাণ
লাজ-শরমের বাঁধন টেকেনি।
ঘুমের ঘোরে শয্যাতলে
রাঙা হাসির মানিক জ্বলে
লাস্যময়ী রামধনুটি
প্রজাপতির বরণ ধরে
কেউ কখনো থরেথরে
নাচতে দেখেনি।

নীলক্ষেত
২৯.১২.৭৭