তুমি যখন ডাক দিয়েছ

তুমি যখন ডাক দিয়েছ
প্রাণ ডরা এই পূর্ণিমাতে
কে আমারে আটকে রাখে
রুদ্ধদ্বারের চার সীমাতে।
ভেতর থেকে বেরিয়ে যাব
হৃদয় নদীর ধারার বেগে
তারার আলোর পথ মাড়াব
সদ্য জাগা এই আবেগে
আঁধার তলে ফুটব কুঁড়ি
রক্ত-গোলাপ সকালবেলার
তোমার আমার গহন খেলায়
রস পড়েছে প্রাণের পেয়ালার
দুলব সুখে ডালে ডালে
গন্ধ সুধার পরিমাতে।
তুমি যখন ডাক দিয়েছ
হাসির ভেতর হৃদয় ভরে
প্রাণের তলে প্রাণ ফুটেছে
কাঁপা কাঁপা বাঁশির স্বরে
কোন পুলিনে শেজ পেতেছ
কোন যমুনার উজান পথে
তোমার আমার মিলন হবে
কোন সুদূরের বিজন রথে
তারার আলোয় কৃষ্ণ চিকুর
দেখে দেখে শেষ যামাতে
পাব আমি পাব তোমায়
বকুল যখন গন্ধে মাতে।

নীলক্ষেত
০৪.০১.৭৮