সুখী মানুষের ভীড়ে

সুখী মানুষের ভিড়ে
হারালে কোথায়, হারালে কোথায়,
দুটি জীবনের নদী দুটি দিকে যায়
ঝড়েরই হাওয়ায়।

অভিমান বড় হল বলেই
ভুলে আমাকে সরে দাঁড়ালে,
জীবনের রং মুছে দিলে
ফেলে আমাকে গেলে আঁড়ালে।

ভালোবাসা ভুলে কেন তুমি
দূরে রয়েছো এ কি ছলনা,
অভিযোগ অনুযোগ নিয়ে
পর হয়েছো কেন বল না।

কন্ঠ: লাবু রহমান
সুর: ফিডব্যাক