বসন্তের রাত

এলো ফিরে অন্ধকার যেন কোন অপদেবতার
মোহনী কুহকে ঢাকা পড়ে আছে আমার নিবাস,
গন্ধময় চারিদিক, জানিনা তো ছায়া পড়ে কার?
বাসনার বেদীমূলে অপব্যয়ী কুসুমের মাস।

বাতায়নে দেখি চেয়ে, দেখা যায় মায়ার বিতান
ডাইনীরা খেলা করে নগ্ন ক্রোড়ে ফুলের স্তবক;
যেন আজ লেখা যেত পথিবীর অন্যতম গান
পান করা যেত বুঝি তীক্ষ্মতম শব্দের আরক।

কিন্তু কি অবহেলায় কেটে যায় এ সমস্ত রাত
আমার আলস্যে ঝরে মন্ত্রপূত শিশিরের ফোঁটা;
হৃদয়ের মহামঞ্চ ভেঙে ফেলে গ্রীষ্মের আঘাত
নিজের আশ্রয় ছেড়ে এর বেশী যায় না তো ওঠা।

যৌবনে আরাধ্য কারা? অসতীরা, এইটকু জানি
বক্ষের বাগানে ডাকে রক্তচক্ষু বিরক্ত কোকিল
কামুক অন্ধ আমরা স্বর্গ থেকে যতটকু আনি
সবি যেন ভাঙচুরা পরস্পর রয়েছে অমিল।