সাহসে আঘাতে স্পর্শে

যে আমি প্রায়ান্ধকার প্রত্যুষের দিকে
ভেবেছি করবো যাত্রা, নারী এসে এক
বললো, দাঁড়াও যাত্রী, অই সব ফিকে
বিবর্ণ আদর্শে গিয়ে নিজের বিবেক
পুড়িয়ে কি লাভ বলো? যতক্ষণ টিকে
থাকা যায় থাক তুমি। নইলে আরেক
মরমী মদির চিত্র মৃৎপটে লিখে
নিয়ে যাও অন্ধকারে দাঁড়িয়ে বারেক।

আমার সৌন্দর্যে এসো। শরীর জঘন
অসহ আগুনে নিত্য জ্বলে যেতে চায়
নটির মুদ্রার মত মন আর স্তন
অশ্লীল আরদ্ধ বিষ তুলেছে ফণায়;

সাহসে আঘাতে স্পর্শে তোমার রমণ
শেষ করো। ঘামে কামে পরিতৃপ্ততায়।