আলতাফ

তিরিশে অগাস্ট বুকভেজা একদিন
শুষে নিয়েছিল মৃত্তিকা জমা ক্ষুদ,
অসময়ে তুমি ছেড়ে গেছ হ্যামলিন
তোমায় দেখেছি আলতাফ মাহমুদ।

তুমি ছিলে কোন সম্মোহনের দূত
পাক হানাদার আড়াল করেছে ক্ষত,
তোমরা করেছ যুদ্ধটা অদ্ভুত
মেঘের আঁড়ালে ইন্দ্রজিতের মত।

আমরা কি জানি কী আছে লেখারও শেষে
সুদিন কি বেঁচে আছে পৃথিবীতে আর,
আপাতত ভুল মুখোশের এই দেশে
তোমাদের ফিরে আসা বড় দরকার।
কাঁধে নিয়েছিলে আঘাতের গুরুভার
বুলেটের গায়ে লিখেছিলে শিরোনাম,
দুরন্ত প্রতিশোধ নিয়েছে স্বদেশ
ইতিহাসে লেখা আছে তোমাদেরই নাম।

আলপথ থেকে এসে শহীদ মিনার
তোমায় দেখেছি আলতাফ মাহমুদ,
জানিনা কোথায় তুমি কেমন আছো
জানি না মুক্তি পেয়েছি না সব ঝুট,
এখন এ’দেশ নিজ স্বভাবে হাঁটে
যাপিত স্বপ্নে বাকি বহু অধিকার,
একাত্তরের শহীদের বলিদান
পেরেছি কি দিতে তোমাদের সম্মান?

কন্ঠ: সাইদ হাসান টিপু