কৃষ্ণকলি

সকাল থেকে হিমেল হাওয়া নরম রোদের দলকাকলি
বাগান জুড়ে পাখির বেহাগ কেমন আছো কৃষ্ণকলি?
তোমার দেশে ঝরছে বরফ গাছের পাতা ঝরে গেছে
পশম ছোঁয়ায় শরীর ঢেকো শীতেরও বয়স হয়েছে,

সঙ্গী আমার রাত পিয়ানো সঙ্গী আমার দীপককলি
নিজের খেয়াল নিজেই রেখো ভাল থেকো কৃষ্ণকলি।

দূরে কোথাও বৃন্দগানে চা’বাগানের দিনের শুরু
চার মিনিটের সুরের কাছে হৃদয় আমার দুরুদুরু,
কেভেন্টাসের ছাদে দুজন মুখোমুখি বাতাস হিমে
ভুলেই গেছো হয়ত তুমি ফিরবে না আর দার্জিলিংয়ে।

গরম চায়ে দিচ্ছি চুমুক কাঁচকুয়াশার পাখপাখালি
পাহাড় জুঁড়ে অরণ্যবান উল্টোদিকের চেয়ার খালি,
দূর পাহাড়ে আকাশ জুঁড়ে শেষ বিকেলে আবীর খেলা
তোমাকে চাই বলেছিলাম শরীর জুড়ে আলোর মেলা।

কন্ঠ: সাইদ হাসান টিপু