সীমান্তে ফের মানুষের ঢল নামছে
পিছমোড়া বিষ ঢেলে দিয়ে গেছে বৃশ্চিক,
নাফ নদীজল পেরিয়ে আসতে হচ্ছে
ওরাও মানুষ রাষ্ট্রবিহীন নাগরিক,
কড়া রোদ্দুরে পিঠ পেতে নিয়ে আমরাও
কখনো স্বাগত কখনো বলছি জঙ্গী,
কিন্তু যা কিছু ঘটছে সেটা তো ঘটছে
বিপদে মানুষ মানুষেরই হয় সঙ্গী।
রক্তের খোঁজে বুলেট ছুঁড়েছে সৈন্য
রোহিঙ্গাদের মুছে দাও ঝাঁড়ে বংশে,
মৃত্যুর ছায়া হাতের তালুতে রাতদিন
আরাকান দেশে বসতি ধসেছে ধ্বংসে।
আমরা মানুষ, ধমনীতে লাল রক্ত
বইছে এখনো মানবিক স্রোতে বইছে,
‘স্টপ জেনোসাইড’ শব্দে জহির রায়হান
হুংকার দিতে এখনো এল না কই সে।
ধর্ষিতা নারী নিপীড়িত শিশু হাঁটছে
নীরব আর্তি অধিকার দাও বাঁচবার,
শিশুটির মুখ ভেসে আসে দুঃস্বপ্নে
ভেসে যাওয়া মুখ শরীর ভাসছে নিঃসাড়।
একাত্তরের মতই মৃত্যুমিছিল
আবার ফিরেছে স্বাধীন দেশের বৃত্তে,
স্টপ জেনোসাইড মুক্তকন্ঠে বলছি
আরাকান জুড়ে হত্যা সবই কি মিথ্যে?
কন্ঠ: সাইদ হাসান টিপু