তুমি কি জানো না

রোদজ্বলা কোন এক নিভৃত দুপুরে
এসেছিলে তুমি একা ভরা রোদ্দুরে,
বলেছিলে চোখে নিয়ে ম্লান জলকনা
আকাশ যে নীল নয় তুমি কি জানো না?

পারিনি পাল্টে দিতে আকাশেরই রঙ
চেষ্টা করেছি তুমি এবারে বরং,
অন্য আকাশে মেলো পরাজিত ডানা
আকাশ যে নীল নয় তুমিও জানো না।

তুমি চলে গেলে আমি রঙ তুলি নিয়ে
পৃথিবীর গায়ে রঙ দিয়েছি চাপিয়ে,
হয়ত অনেক দিন নেই দেখাশোনা
এখন আকাশ নীল তুমিও জানো না।

পেরেছি পাল্টে দিতে আকাশেরই রঙ
আকাশ মেনেছে তুমি এবারে বরং,
আমার আকাশে মেলো পরিচিত ডানা
এখন আকাশ নীল তুমি তো জানো না।

জানি না কি আছো তুমি দূরে নাকি কাছে
একবার যদি পারো দ্যাখো ফিরে এসে,
তুমি যা চেয়েছো সেই নীল হলো কি না
আকাশ হয়েছে নীল তুমি তা জানো না।

কন্ঠ: সাইদ হাসান টিপু