বিসংগতি

হোক না যতই মৃদু, তবু
প্রসন্ন মেঘ উগ্র আগুন কোমল কালো
বজ্র হানা।
সবুজ ঘাস আর শ্যামল পাহাড় জ্বলছে দাহে
ভাঙা বুকের ছায়া সূর্যে।
তীব্র একার কেন্দ্র-ঝলক ঝিকঝিকিয়ে
রাঙা নরম ফুলের মুখে দারুণ ব্যথা
আভায় স্মিতা।
হায় অসীমা,
সারা বসন্ত কাশ্মীরি বন জাফ্রানি বাস
মর্মরিয়ে ক্যান্‌সসে ছোঁয় আপেল কুসুম
চেরি বনের মনের ঘ্রাণে-
তবুও দেখ সাহারার জিভ্‌ বালির প্রখর
হাড়ে হাড়ে হুহু করে গাছে-গাছে,
শুক্‌নো গমে।
শিরোক্কো ঝড় চোখের শিরায় পাঁজরে তেজ,
দিনদুপুরে
সেই পৃথিবী নীলের ঘণ্টা শূন্যে বাজায়,
চুল-দোলানো শিশু খেলে।
রুক্ষ কঠোর পিণাক ধ্বনি প্রাণের বাহন
চাঁদ জাগানো বাঁশির সুরে।
লাল টালি ঐ পাহাড়তলির বাড়ির পারে
হঠাৎ দ্রুত- চেয়ে দেখ-
আশমানি কোন ঈশান কোণের অশনায়া।।