ধম্মকায়

বোবা করো,
বধির স্তব্ধতা দাও;
যে-সম্পূর্ণ আত্মহীন,
অঙ্গ হোক তার সমাঙ্গীন
সর্বাস্তি প্রকাণ্ড শান্তির অবয়বে;
দৃষ্টি তাও
চৈতন্যমণির খণ্ড হীরেয় চারিয়ে যায়;
সৃষ্টি ধরো
যেখানে সমস্ত পাখা মুদে নামে নিচে
দ্যৌ-আকাশ;
স্যন্দমান সব ঢেউ কবে
বর্ণিত বিশ্বের দূরে সমুদ্রের ব্যাপিত গুঞ্জনে
নিরঞ্জন সমাপ্তি উৎসবে;
কিছুক্ষণ শুয়ে থাকি
ভুবন মাটির সঙ্গে শঙ্খ শুক্তি কালের বেলায়;
তারপরে অঙ্কুরিত ক্ষণে
বিস্মিত জননে নিয়ো ডাকি।।