দিন

দেখ, কী অদ্ভুত দিন এলো,
একখান সোনালি চাদর ওড়া;
কোথাও সেলাই নেই নীলাম্বরে-
আদি বিশ্ব কোনা থেকে লুটিয়েছে আমার পাড়ায়,
একেই তো বলি দিন, দৈনিক, প্রত্যহ।
যে-গরম মমতা মাখা প্রাণ
তারি স্পর্শাবেশে ঘুম থেকে
উঠে পায় এমন সমতা উদ্বেলিত,
তারি সঙ্গে বিনিসুতো এই দিন এক;
অঙ্গসুধা ধ্যানালোকে শুধু সত্তা উত্তরীয়।
কী ক’রে যে দু-চোখের একই দৃষ্টি ভিন্ন ক’রে
সৃষ্টিকে করেছি ছিন্ন এটা-ওটা বিবিধের ভিড়ে,
কী ক’রে এমন দিনের কোমলতা
প্রত্যক্ষ আবার হয় সমস্ত রাস্তার বাড়ি গাছে
মৃদু ঝলমল বুকে অখণ্ড বিচিত্র প্রতিদিন।
মধ্যে-মধ্যে মৃত্যু আছে, জন্ম আছে, তাই নিয়ে তারো বেশি
চিরন্তন সোনালি কাপড় একখানা।।