দয়িতা

বড়ো ব্যথা পেয়েছিলো অগাধ জলের ধারে গিয়ে।
ডুবতে পারেনি একা,
দূরের তীরের রেখা
তখনো আশায় ছিলো ছলছায়া দিগন্ত ব্যথিয়ে।
ওগো সে গহন জল
ওগো মৃত্যুহীন তল
আপন বুকের মায়া ভীরু লগ্নে গোপনে বিলীন,
সেখানেই পেত তাকে সঁপে দিয়ে সর্বস্ব সেদিন।
ব্যথা নিয়ে দাঁড়ালো সে নিরবধি জলধারা পারে-
স্বয়ম্বরা চলে আজ খুঁজে বেলা পথের সংসারে।।