দুই আগুন

একটু স’রে যেই এলো সে
চিত্তছায়া থেকে
তীব্র কালো আগুন পিছে রেখে-

হঠাৎ এ কী প্রকাণ্ড রোদ !
যবের শীষের আগা
মাটির দাহে শ্যামল তবু,
সবুজ বিকাশ জাগা।
মার্কিনের এই মাঠে
নতুন আকাশ ফাটে।
মায়াহীনের চোখে বুলোয়
অচেনা সংসার
ভার কিছু নেই তার।
ঝর্না নদীর পাহাড়ে-তীর
আঙুর কুঞ্জ ডাকে,
ট্রেন চলেছে, নৌকো চলে,
নিশান ওড়ে বাঁকে।।

একলা দেখ পথে দাঁড়ায়
চোখের প্রদীপ জ্বালা,
শূন্যে চেয়ে পরায় কাকে মালা-

“ধন্য আমার স্বামী
সবার আবার আমি-
তোমায়-হারা মিথ্যে আগুন
প্রলয় পাতালগামী।
শির-ছেঁড়ানো সব-হারানো
বুক-ভাঙানো সুখে
এক মুহূর্তে এ কী বাঁচাও
হাসো সকৌতুকে।।”