পদাবলী

পায়ের ছাপ কি দেখেছো ধুলোতে
ঠাকুরঘরের পথে যেতে, মাপ
কখনো মেয়ের, কখনো সে আঁকা
শিশুর চরণ গেছে আঁকাবাঁকা
কত অসংখ্য তাঁরি আনাগোনা
সাক্ষাৎ ভগবান।
প্রাচীন দ্রাবিড়, অরণ্য-কোনা
জুড়ে বুননা ধান বুনেছে নিবিড়
গেয়েছে কী গান, প্রাণমন্দিরে
ভারতী মাটিতে পদপাত রেখে গেছে।
ঠাকুরঘরের পথে, প্রতি ধাপ,
ধর্মের-আগে আরো সে-ধর্মে
গোপন মর্মে নিয়ে পদ-ছাপ;
যিনি এসেছেন যুগে-যুগে আসা
শুনে সেই ভাষা, দূরে দ্বার থেকে
এসো ফেলে রেখে ঠাকুরঘরের ভান,
পথের ধুলোতে কোনো সন্ধান।।