শাদা-কালো-ছায় সিল্কের পটে
আঙুল-তোলানো শিল্প
সারি-সারি এই পাতাহারা ডাল আঁকে
বরফ নদীর বাঁকে-
কোন সবুজের বুনুনি ওদের, ভাবি,
বসন্ত চ’লে-যাওয়া
বসন্ত ফিরে-আসা,
ফ্রস্টের শীতকণিকা ঝরানো
লুপ্ত বেলার তটে
ঢাকা সে স্বপ্নকাল;
অদৃশ্যে গাঁথে, দোলে অঙ্গুলি ডাল।।
বসন্তে ঘন যৌবনী বন
ঢাকে সেও আসলতা,
রিক্ত হাড়ের কথা।
যে-রেখা স্থিতির: দুয়ের অতীত,
নয় যৌবন, জরা,
তার এককতা যেখানে গ্রথিত
সে-রূপ ধরে কি
গাছের প্রতীকে শীতের শিহর বেলা।
সারি-সারি ডালে শিল্প পটের রেখা
-ওদের আঙুল নির্দেশ চেয়ে দেখি।।