ইয়ং কল্যাণী অজরা মর্ত্তস্য অমৃতা গৃহে

“ইয়ং কল্যাণী অজরা মৰ্ত্তস্য অমৃতা গৃহে”
-অথর্ব বেদ

চেয়েছি আলোর ঘরে এই দিন
দাঁড়িয়ে সিঁড়িতে,- প্রীতা,
মাধুর্য সংসারে মঙ্গলিতা,
এই দিন।
সানাই নাই বা থাকে, রঙিন পত্রালি শোকধ্বনি,
জেরেনিয়মের সারি, নিচে রাস্তা, কার্নিসের কোণে ঐ জেগে
নীলাক্ষী দিগন্তে ফুল-ভোলা
নাইলন্‌ জরির পাড় মেঘে-মেঘে,
গুঞ্জনিত এরোপ্লেন দূরদেশী-
তোমার নতুন লগ্ন হোক।

এই দিন
পার হ’য়ে বহুশ্রুতি জনতার কোটি চিত্রলোক
জটিল শহর চা’ক শান্ত মুখে;
দেশের চন্দনী ধূপ-লাগা
প্রবাসী আশ্চর্য খনে
সোনার চাবিতে মনে-মনে
দু-জনে দরজা খুলো:
সবুজ দেয়ালে শঙ্খ আঁকা,
ইলেক্‌ট্রিক আললা নীল সিল্কে ঢাকা
অভিনন্দিত ছোটো ঘরে:
উন্মুক্ত সেখানে জেনো এই দিন
চিরদিন,- স্মিতা,
যুগ্মতার জ্বলজ্বল
তোমার সংসারে মঙ্গলিতা।।