(কোয়ান্)
ত্রিমিদ্রিমি ঢেউ বুঝি সমে থামে
আগমের উপ্ছনো গতি নামে-
চাঁদ ডোবা অরণ্য ইশারা,
তারা স্তিমিতির তীরে ধারা।
কই ছায়া, নেই ঘূর্ণি, জল নেই,
কত জন পার হ’লো বহনের বেলা সেই
ফেরিঘাট, হাট, লেন-দেন;
কুহু ডাক, খর তরী, মেঘ-লাগা, কিছু নেই-
স্রোতহীন নদীহীন Zen ।।
(সাটোরি)
জন্মনীল চোখে দেখা
কালোর কাজল কচি ছায়া চোখে দেখা
শুধু তাই-
শুধু অবাকের দেখা
শুধু ঝুঁকে থাকা দেখা
কাঠ খড় বেড়াল বা জল-
যেখানেই দেখা,- দ্যাখে;
যেখানেই ছোঁয়- সব ছোঁয়,
তাই এত খুশি।
একেবারে।।