হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ

হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ
এই জীবন জ্বইলা পুইড়া শেষ তো হইল না।।

বানাইল মনিকার এমনই অলংকার
কোনদিন কারো গলায় শোভা পাইল না।
হায়রে হায় গয়না কেউ তো তারে নেয় না।
মানুষের হাটে সে তো বিক্রি হইল না।।

আমি ফুল কদমডালে ফুটেছি বর্ষাকালে
সারাটা জনম গেল চোখেরই জলে।
হায়রে হায় গোলাপী কত বড় পাপী।
না জানি গোলাপী কত বড় পাপী।
মনের আগুন মনে রইল আর তো নিভল না।।

কন্ঠ: সাবিনা ইয়াসমিন
সুর: আলাউদ্দিন আলী