জয়ন্ত ভালোই থাকে

জয়ন্ত নামে যাকে আমি চিনি
জয়ের বদলে পরাজিত একজন
সারাটি মনজুড়ে দুঃখের খেলা
গভীর রাত্রিতে শূন্য এক মন।

অনন্ত সময় কাটে দুঃসময়ে
তবুও যেন সে ভালোই থাকে
কুয়াশা প্রহর সোনালী রোদে
অজানা কারনে সে ভালোই থাকে।

কখনও বসে সে, কোথাও আনমনে
অতীতের কি যেন, ভাবে গোপনে
অনাগত নয়, বিগত হিসেবে
কত যে তার, না পাওয়া জমে আছে।

লুকানো স্বপ্ন, লুকিয়ে দ্যাখে
হয়ত চাওয়ার, কিছু বাকি আছে
জয়ন্ত এখনও, একাকী পড়ে
কেউ জানে না, কিসেরই আশাতে।

কন্ঠঃ আইয়ুব বাচ্চু
সুরঃ এল.আর.বি.