বেদুঈন

বেদুঈন আমি এক
মরুপথের যাত্রী
আলেয়ার পিছে ডাক
মরীচিকায় ফিরে তাকায়
ক্যাকটাসের কান্না শুনে
কেটে যায় রাত্রি আমার
বেদুঈন আমি এক
মরুপথের যাত্রী।

আলোর সঙ্গমে
ক্লান্ত বিকেলে
মেঘহীন আকাশে
জলন্ত সূর্যের
আলোর সঙ্গমে
ক্লান্ত বিকেলে
মেঘহীন আকাশে
জলন্ত সূর্যের দীর্ঘ চুম্বনে
বালুতে চিত্রানো গানে
মিষ্টি লু-হাওয়া বয়
যেন একমুঠো শান্তি।

রাত জাগা একাকী চাঁদ
মনি মনসায় দেয় টিপ
আমার কপালে দেয়নি
দেয়নি সে কোন টিপ
মায়ের ব্যর্থ আর্শিবাদ
তাই তপ্ত বালুর লুকানো আবেগে
নিজেকে জড়াই আমি
অসীম শূন্যতায় মেলে
ভালবাসার শেষ প্রাপ্তি।

কন্ঠঃ জেমস
সুরঃ ফিলিংস