হারাগাছের নুরজাহান

আঁকাবাঁকা মেঠো পথ ধরে
হেলে দুলে যায় কলসী কাঁখে,
পলিজমা তার পাললিক মন
টোলপড়া গাল ভীরু দু’নয়ন।

হারাগাছের নুরজাহান
গাঙের জলে করে সেনান।

রাখালি বাসির সুরে উদাসী দুপুরে
মায়ের দুলালী মেয়ে নকশী কাঁথায় বোনে,
বুনে চলে,
প্রেমের কাব্য লেখে সুঁচ-সুতায়,
রোজ রাতে বধু সাজে, রাখালি বাসির সুরে
বাসির সুরে।

এলোকেশে সারাগাঁও ছোটাছুটি করে
দুনিয়া দেখে রূপ নয়ন ভরে, নয়ন ভরে,
লজ্জার আড়ালে সে শরীর লুকায়
আঁচলের যৌবন উঠানে শুঁকায় উঠানে শুঁকায়।

কন্ঠ ও সুর: জেমস