নাগ-নাগিনীর খেলা

নাগ নাগীনির খেলা, সর্পরাজের খেলা
বিষধর তোলে ফণা, ছোবলে বিষের জ্বালা,
বসেছে সাপের মেলা, বীণেতে সুরের খেলা
বেদের বহর দেখো, জিপসি জীবনটা।

দেখে যা দেখে যা, বসেছে সাপের খেলা
দেখে যা দেখে যা, বীণেতে সুরের খেলা।

বেদেনীর হাতে বীণ, মধুর সুরে বাজে
ঘুরিয়া ঘুরিয়া নাচে, হেলিয়া দুলিয়া নাচে।
বেদেনীর মাতাল নাচন, বুকের সাপটা বাজে বাঁশির সুরে
কেউটে গোখরা কালনাগিনী হাসে।

ওরা বেঁচে বেড়ায়, চুঁড়ি-ফিতা হাটে-বাজারে, গ্রামে-গঞ্জে
ওরা ভাসমান জীবনে, জীবিকার তাড়নে,
হে, হে, ঝুঁড়ি ভরা সাপে ছোটাছুটি করে
সাপুড়ে সর্দার আছে সাথে,
দেখে যা দেখে যা, ওদের জীবনের সাথে জুয়া খেলা।

কন্ঠ ও সুর: জেমস