অসম্ভবের যুগে জন্ম নিয়ে
সম্ভাবনার কথা বলছি,
মৃত্যুর নগ্ন নৃত্যের তালে
নবজীবনের কথা বলছি।
গল্পে গল্পে কতরাত কাটিয়েছি
রাত জাগা কষ্টের সাথে,
শুধু বেঁচে আছি, বেঁচে আছি
স্বপ্ন স্বপ্ন বুকে নিয়ে শুধু বেঁচে আছি।
শতাব্দীর মোড়ে মোড়ে
বটবৃক্ষের মত যারা,
দাঁড়িয়ে আছে বহুকাল ধরে
তাদেরই ডাকে চলেছি একা।
ভেঙ্গে ফেলে যাব
এই কাঁচেরই দেয়াল,
রাত জাগা কষ্টের সাথে বেঁচে আছি
স্বপ্ন বুকে নিয়েই শুধু বেঁচে আছি।
ব্যস্ত রাজপথে যারা
মুষ্টিবদ্ধ হাতে,
যারা চেয়েছিল সোনালী সকাল
তাদেরই গান আজ গাইব আমি।
কন্ঠ ও সুর: জেমস