পালতোলা জাহাজে তোমাকে সঙ্গী করে
ভেসে যাবো উত্তাল প্রশান্ত মহাসাগরে,
ঝড়-ঝঞ্ঝা পেরিয়ে করবো আবিষ্কার একটি দ্বীপ
সেই দ্বীপে দাঁড়িয়ে তোমার কপালে আমি পড়াবো টিপ।
ঐ নীল চোখে চোখ রাখবো
হাজার বছর বেঁচে থাকবো,
আমাদের প্রেম হবে অন্তবিহীন
আকাশ যেমন ঐ সাগরে হয়েছে বিলীন।
বাইনের বনে ঘর বাঁধবো
বালুকা বেলায় ছবি আঁকবো,
তুমি আমি ছাড়া থাকবে না কেউ
আমাদের সাথি হবে ডলফি, সাগরের ঢেউ।
কন্ঠ: শুভ্র দেব
সুর: প্রবণ ঘোষ