আমি সব কিছু ছাড়তে পারি
তোমাকে ছাড়তে পারবো না,
আমি দেবদাস হতে পারবো না
দেবদাস হতে পারবো না।
তোমারই কাছাকাছি থাকবো
চন্দ্রমুখীর কাছে যাবো না,
বিরহে পাগল হয়ে জ্বলে-পুঁড়ে ক্ষয়েক্ষয়ে
নেশায় মাতাল আমি হবো না।
তোমারই সাথে ঘর বাঁধবো
তোমাকে ছাড়া কিছু আমি জানি না,
তোমাকে আপন করে রাখবো বুকে ধরে
জাত-কূল কিছু আমি মানি না।
কন্ঠ: তপন চৌধুরী
সুর: প্রণব ঘোষ