এই পরবাসে

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।

মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর
তমুল উল্লাসে ভরা প্রিয় শহর।
মনে পড়ে যায় বন্ধুদের আড্ডা মুখর প্রহর
তমুল উল্লাসে ভরা প্রিয় শহর।
সেখানে হয়ত সবাই ব্যস্ত মেলে না সময়
তবু সেখানেই ফিরে যেতে চায় ফেরারী হৃদয়।
এই একাকী জীবন ভাল লাগে না আমার
বিষণ্ণ দিনের শেষে বিষণ্ণ রাতের শেষে।

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।

মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে
প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে।
মনে পড়ে যায় কখনো পুরনো তোমাকে
প্রতিটি কষ্ট মাখা দিনের ফাঁকে।
হয়ত বদলে গেছো, হয়ে গেছো অচেনা তুমি
তবু তোমাকেই ফিরে পেতে চাই দূরের আমি।
এই একাকী জীবন ভাল লাগে না আমার
বিষণ্ণ দিনের শেষে বিষণ্ণ রাতের শেষে।

এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।
মাঝে মাঝে স্বপ্নের বেশে স্মৃতিরা এসে
আমাকে করে যায় বড় বেশী এলোমেলো।
এই দূর পরবাসে তারাগুনি আকাশে আকাশে
কাটে নিঃসঙ্গ রাত্রিগুলো।