আবেগের সুরে

আবেগের সুরে বেঁধেছি অনুরোধও করেছি
অভিযোগ তুলেছি যেওনা ফেলে একাকী,
এ হৃদয় কবিতাতে লেখা তুমি
আছো যে অনুভবে জানলে না তুমি।

নীরবে গোধূলীক্ষণে পুড়ে যায় একলা
এভাবে হারিয়ে গেলে কি হবে বলোনা,
যে বিষাদ আমার মনে জানলে না তুমি
হৃদয়ের চাওয়া পাওয়া বুঝলে না তুমি।

অনুনয় তোমারই কাছে অভিমান করো না
আবেদন করেছি শুধু ভেবে দেখো না,
এ হৃদয় তুমিহীনা কখনো ভাবিনি
হারাবো তোমার ছোঁয়ায় আগে তো বুঝিনি।

কন্ঠ: নাসিম আলী খান
সুর: নাইমুল হাসান তানিম, পার্থ বড়ুয়া