আমি আর ভাববোনা
মিছে আর ভাববোনা,
তোমাকে তোমাকে।
যত কষ্টই হোকনা
বিরহে আর কাঁদবোনা,
পিছুটান পিছু থাকনা
আমি ভাববোনা আর অযথা।
স্বপ্ন নাই আমার স্বপ্ন নাই
তাই বিশ্বাসের অস্তিত্ব নাই,
ভেসে যেতে চাই দুঃস্বপ্নে।
যন্ত্রনায় ডুবে যেতে চাই
তাই শূন্যতায় একা থাকতে চাই ,
তবু ডাকবোনা আমি তোমাকে।
কন্ঠ ও সুর: পার্থ বড়ুয়া