একাকী আমি

একাকী আমি সারা বেলায়
সয়েছি স্মৃতি অবহেলা,
তবু কেনো আমার চাওয়া পাওয়া।

হারিয়েছে অনেক সময় যা পিছু ডাকে আমায়
জানিয়েছে ফাগুন হাওয়া আর খুঁজবেনা তোমায়,
এই হৃদয়ের অস্থিরতায় তোমার স্মৃতির ভীড়ে
তবে কেনো আমায় চাওয়া পাওয়া।

হারিয়েছে অনেক প্রহর শুধুই বিষণ্ণতা
ঘুমিয়েছে সুখের স্বপন দুঃস্বপ্ন রঙিন আশায়,
তাই হৃদয় অস্থিরতায় তোমায় কাছে টানে
তবে কেনো আমার চাওয়া পাওয়া।

কন্ঠ: নাসিম আলী খান
সুর: পার্থ বড়ুয়া