নিঃশ্চুপ মাঝরাত

নিঃশ্চুপ মাঝরাত চারিদিকে চুপচাপ
নির্ঘুম প্রহরী আঁধার রাতে শীষ দেয়,
বাতাসের যন্ত্রণায় মেঘেরা উড়ে যায়
আঁড়িপাতা জোছনা তবু মায়াময়,
তারই মাঝে পেয়েছি তোমায়।

অনন্ত সুখের বিমূর্ত এ’ক্ষণ ছন্দময়
এসেছো নিজের অজান্তে বুঝি এ রাতে,
হৃদয়ে তাই সুরের দোলা জেগেছে।

বিমুগ্ধ এ চোখ পাথর হয়ে যায় মগ্নতায়
অনন্যা তুমি নিরাভরনে তবুও,
নিরবে তাই তোমায় এই মুখ খুঁজেছে।

কন্ঠ: নাসিম আলী খান