প্রহসনে প্রেম

প্রহসনে প্রেম
এলোমেলো,
সেই থেকে হৃদয়
সুর হারালো,
এই গান গাওয়ার
কোন মানে নেই।

সাঁওতালী আকাশ কাঁদে যখন
কবিতারা ভেঁজে জানালায়,
তুমিহীনা হৃদয় কাঁদে তখন
কষ্টরা তাঁড়ায় আমায়,
শরতের ভোরে শিশির খোঁজার
কোন মানে নেই।

অবিচল হৃদয় নিথর এখন
ভালোবাসা কাঁদে দরজায়,
নির্দয় স্মৃতি চমকে তখন
খুঁজে পেতে চায় আমায়,
সেই স্মৃতির ঘুড়ি উড়িয়ে যাবার
কোন মানে নেই।

কন্ঠ: পার্থ বড়ুয়া