অনেক দিনের পরে

অনেক দিনের পরে
আজ আবার মনে পড়ে,
সবুজ শ্যামল মেঠো পথে
শিউলী ঝরায় চলে যেতে।

কত সুর, কত ব্যাথা কতশত কত কথা
ফিরে যাই বারে বারে,
শিউলী ঝরানো মেঠো পথে
তুমি বসে ছিলে আনমনে।

অবাক বিস্ময়ে ভাবি সে আজ বহুদিন
পার হয়ে গেছে যেন মাঝখানে নদী,
এপারে আমি একা ওপারে তুমি।

অনেক দিনের পরে
আজ আবার মনে পড়ে,
নুপুরের আওয়াজ তুলে এসেছিলে
শিউলী ঝরানো মেঠো পথে।

ক্ষণিকের আলো ছায়া
এ কোন অচিন মায়া,
বাঁধা ছিলো তোমার আমার
হারিয়ে যাবার খেলা।

অনেক দিনের পরে
তোমাকে মনে পড়ে।

কন্ঠ ও সুর: আইয়ুব বাচ্চু