নিঝুম রাত

নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত

নেইতো চোখে স্বপ্নের সীমানা
এ যেন পাহাড়ি ঝর্না পেলো খোঁজে মোহনা।
চলারই ঠিকানা।
সুখের মেলা শুধু চোখে
জেগেছে বন্যাধারা।
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত

মন যে আমার বাঁধন মানেনা
এ যেন বিভোর সুখে হৃদয় আমার
খোঁজে পেলো মোহনা।
সময় আমার হোল আপন
আমি যে আমি হারা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।

নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত জেগে আছে কিছু কিছু তাঁরা
আজ মুখোমুখি দু’জনা, পাগলপারা।
নিঝুম রাত

কন্ঠ: আশিকুজ্জামান টুলু
সুর: সৌমেন্দ্র শংকর