সুখ ছাড়া দুঃখ

সুখ ছাড়া দুঃখ, দুঃখ ছাড়া সুখ
হলে হতে পারে ভেবে দেখিনি,
তবে তুমি ছাড়া আমি আর আমি ছাড়া তুমি
এমনতো কখনো ভাবিনি।

হিমালয় পাহাড়টা ধ্বসে যদি যায়
হাজারো লোকাল ধুলোতে লুটায়,
তবু স্বপ্নগুলো শুধু তোমাকে ঘিরে
ধ্বংস হলে হোক পৃথিবী।

শিকড় যেমনি থাকে মাটিকে ধরে
ভালোবাসি তোমাকে তেমনি করে,
তুমি নিঃশ্বাস হয়ে আছো আমারই দেহে
নিঃশ্বাস ছাড়া কেই বাঁচে কি?

কন্ঠ: কুমার বিশ্বজিৎ
সুর: নকীব খান