তুমি খাঁচা হলে আমি হব

তুমি খাঁচা হলে আমি হব পাখি,
সারাদিন বসে দ্বারে, তোমারি নাম ধরে
করে যাবো ডাকাডাকি।।

তুমি ফুল হলে আমি হব মৌমাছি,
মধু আর মাধুরীর, রবো কাছাকাছি।
গুনগুন গানে হবে, যত কথা বাকি।

তুমি মেঘ হলে আমি রামধনু হয়ে,
থাকবো তোমার ঐ, হৃদয় ছুঁয়ে।
কত রাগে অনুরাগে, হবে মাখামাখি।

আমি হবে নাও আমি নদী হলে,
ভেসে যাবো অজানায় , দেবো পালতুলে।
তুমি যদি সুরা হও, আমি হবো সাকী।

কন্ঠ ও সুর: পঙ্কজ উদাস